Site icon Jamuna Television

কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু

আবার ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে। সকাল ১১.১০ দিকে পুনরায় এই ভোট গ্রহণ শুরু হয়। হল প্রশাসন থেকে জানানো হয় যে ভোট বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

এদিকে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে কেন্দ্রের সামনে। এর আগে সকালে সিলমারা বস্তা ভর্তি ব্যালট পাওয়া গেলে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

জানা যায়, সকালে সুর্নিদ্দিষ্ট সময়ে ভোট দিতে গেলে সাধারণ শিক্ষার্থীরা দেখতে পান, লাইব্রেরি এবং রিডিং রুমের পাশ থেকে বেশ কিছু বস্তা বের করে নেয়া হচ্ছে। তারা সেসব খুলে যাচাই করতে গেলে, বাধা দেন কর্তৃপক্ষ। বস্তা খুলে পাওয়া যায় একটি নির্দিষ্ট প্যানেলকে ভোট দেয়া বিপুল পরিমাণ ব্যালট পেপার। এগুলো হাতে নিয়ে, হলের গেট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা।

পরে ভোট গ্রহণ স্থগিত করা হয় এবং হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে অপসারণ করে নতুন দায়িত্ব দেয়া হয় মাহবুবা নাসরিনকে।

 

Exit mobile version