Site icon Jamuna Television

অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক রিমান্ডে

অর্থ পাচারের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিককে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আসামীদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে রমনা থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মো. নুরনবি একদিনের  রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার অপর দুই মামলায় ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী আসামি গুলজার আহমেদ ও আজাদ আহমেদের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অর্থ পাচারের অভিযোগে এই তিন আসামীর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।  ২২ ও ২৩ অক্টোবর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে প্রেরণ করেন।

 

Exit mobile version