Site icon Jamuna Television

নতুন ৪ প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্যও গর্বের। বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতেও যৌথ সহযোগিতার মাধ্যমে দুই দেশ একসঙ্গে মানুষের উন্নয়নে কাজ করবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪টি যৌথ প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী। লাইন অফ ক্রেডিট এর মাধ্যমে বাংলাদেশে নতুন এসি বাস ও ট্রাক সরবরাহ, ৩৬টি কমিউনিটি ক্লিনিক, ১১টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ন্যাশনাল কলেজ নেটওয়ার্কের উদ্বোধন করেন তাঁরা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন তাঁরা।

Exit mobile version