Site icon Jamuna Television

এনআইডি দিয়ে ট্রেনের টিকিট বিক্রি শুরু

জাতীয় পরিচয় পত্র সংযুক্তির মাধ্যমে আরো ১৪ টি এক্সপ্রেসের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই কার্যক্রম শুরু হচ্ছে শুধুমাত্র ২০ তারিখের অগ্রীম টিকিটের ক্ষেত্রে। এর আগে সোনার বাংলা এক্সপ্রেসের টিকিটের সাথে জাতীয় পরিচয় পত্র সংযুক্তি চালু করে বাংলাদেশ রেলওয়ে।

ট্রেনগুলো হলো সূবর্ণ, মাহনগর প্রভাতী, গোধূলী, তূর্ণা নিশিথা, পারাবত, চিত্রা, পদ্মা ও দ্রুতযান এক্সপ্রেস এর দুইটি করে ট্রেন। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেনেই টিকেট সংগ্রহ করতে জাতীয় পরিচয় পত্র সংযুক্তির নিয়ম চালু হবে। তিনি বলেন, জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ পত্র দিয়েও রেজিষ্ট্রেশন করে টিকেট সংগ্রহ করা যাবে। অনলাইনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকছে। প্রথম দিনে মিশ্র প্রতিক্রিয়া টিকিট প্রত্যাশীদের। ভোগান্তি যেন না হয় সে আহ্বান জানান যাত্রীরা।

Exit mobile version