Site icon Jamuna Television

জাতীয় নির্বাচনের মত ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে: রিজভী

জাতীয় নির্বাচনের মত ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, ডাকসু নির্বাচনের পরিণতি নিয়ে জনমনে সংশয় গভীরতর হচ্ছে। মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, এই নির্বাচন সরকারেরই নীলনকশা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫জন নির্বাচিত হবার ঘটনা ডাকসুর ইতিহাসে নজিরবিহীন। সংবাদ সম্মেলনে, বিএনপির এই নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানান।

Exit mobile version