Site icon Jamuna Television

জমি ভাগাভাগি নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতাপনগর গ্রামের আহম্মদ আলী সরদার জমা-জমি বণ্টনের জন্য তার ৩ ছেলে ও ৫ মেয়েকে নিয়ে বৈঠক করছিলেন। এসময় জমির অংশ বেশি দাবি করায় ছোট ভাই আনোয়ারুল ইসলামের সাথে বড় ভাই আমিনুর রহমানের বিরোধ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ারুল ছুরি বের করে বড় ভাইকে মারতে উদ্যত হয়। এসময় বড় ভাই তার ছুরি কেড়ে নিয়ে ছোট ভাইকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল নিহত হয়।

আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version