Site icon Jamuna Television

শামসুন্নাহারে ভিপি-জিএস হলেন ইমি-আফসানা, ছাত্রলীগ পায়নি একটি পদও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে শামসুন্নাহার হলে কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সহ-সভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছপা। কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি ও যুগ্ম আহ্বায়ক আফসানা ছপা। এছাড়া এজিএস হয়েছেন আইন বিভাগের ছাত্রী ফাতিমা তাহসিন।

সোমবার রাতে হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।

বিরোধী জোটগুলোর প্রত্যাখ্যান করা নির্বাচনে অন্যান্য হলগুলোতে ছাত্রলীগের জয়জয়কার হলেও এই হলে ১৮টি পদের মধ্যে একটি পদেও জিততে পারেননি ছাত্রলীগ নেতারা।

সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

Exit mobile version