Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসন পরিকল্পনায় জাতিসংঘের উদ্বেগ

কক্সবাজারে আশ্রয় নেয়া ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে পুনর্বাসনের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার জেনেভায় মানবাধিকার বিষয়ক কাউন্সিলে এ উদ্বেগের কথা জানান, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

সম্প্রতি ভাসান চর সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই দূত। ইয়াংহি দাবি করেন, মানুষের বসবাসের উপযোগী নয় ঘূর্ণিঝড় প্রবণ দ্বীপটি। রোহিঙ্গাদের সেখানে সরিয়ে নেয়া হলে তা নতুন সঙ্কট তৈরি করবে বলে মনে করেন তিনি। বাংলাদেশে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসনের জন্য ২ হাজার ৩১২ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। প্রথম দফায় আগামি এপ্রিলে সরিয়ে নেয়া হবে ২৩ হাজার শরণার্থী। ২০১৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের কথা রয়েছে।

Exit mobile version