Site icon Jamuna Television

পা হারানো প্রাইভেটকার চালককে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

বাস চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সকালে এই আদেশ দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদের এর দ্বৈত বেঞ্চ।

সাথে সাথে গ্রিনলাইন পরিবহনকে চালক রাসেলের চিকিৎসা খরচ দেয়ারও নির্দেশ দেয় আদালত। প্রাইভেটকার চালক রাসেলের আইনজীবী ছিলেন উম্মে কুলসুম স্মৃতি।

প্রসঙ্গত গত বছরের ২৮ এপ্রিল গ্রীন লাইন পরিবহনের একটি বাস রাজধানীর ধোলাইপাড় থেকে দ্রুত গতিতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন  প্রাইভেটকারের চালক রাসেল গাড়ি থেকে নেমে বাসকে থামতে বলেন। কিন্তু বাস চালক কবির গাড়ি চালিয়ে দেন চালক রাসেলের পায়ের ওপর। এতে রাসেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

 

Exit mobile version