Site icon Jamuna Television

মাদকাসক্তে সন্দেহ হলেই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট: আইজিপি

মাদকাসক্তে সন্দেহ হলেই পুলিশ সদস্যকে ডোপ টেস্টের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সকালে রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে  তিনি বলেন, এই নির্দেশনা এরই মধ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে। যখনই কারো ওপর সন্দেহ হবে সাথে সাথে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের ক্ষেত্রে পুলিশ সদস্যের আচরণ, কথা-বার্তা ও গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেয়া হবে।

আইজিপি বলেন, যখন চাকরিতে যোগদান করে প্রথমেই আমরা ডোপ টেস্ট করে নিচ্ছি। আমরা পুলিশই এটা সর্ব প্রথম শুরু করেছি।

Exit mobile version