Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন বাতিলের সুযোগ নেই: প্রো-ভিসি 

ডাকসু নির্বাচন বাতিল ও নতুন নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সামাদ। আজ দুপুরে তার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।

ভোট কারচুপি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মেশিনে ভোট গণনা করা হয়েছে এখানে কারচুপি হয়েছে তা কেউ বিশ্বাস করবে না।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন যারা বর্জন করেছে সেটা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি।

এদিকে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রত্যাখ্যান ও পুনঃতফসিলের দাবিতে ছাত্র ধর্মঘট পালন করছে ছাত্রদল ও বাম জোট।

অন্যদিকে ডাকসুর সহসভাপতি (ভিপি) হিসেবে কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূরের নাম ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাস অবরোধ করে ও ভিসির ভবনে সামনে বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ।

Exit mobile version