Site icon Jamuna Television

শোভনকে পেয়ে কাঁদলেন বিক্ষোভরত ছাত্রলীগ নেতাকর্মীরা

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেছেন, ‘আমরা সবাই একসাথে কাজ করবো। নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও আমাদের সাথে কাজ করবে। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।’

কাউকে দূরে ঠেলে দেয়া থেকে বিরত থাকতে অনুগত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে বিক্ষোভরত নেতাকর্মীদের সাথে দেখা করতে আসেন গতকাল ডাকসু নির্বাচনে পরাজিত এই ভিপি প্রার্থী। শোভন সেখানে যাওয়ার পর নেতাকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।

শোভন কর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাই তো আমাদের। কে আপন, কে পর? সবাই তো আপন। তুমি যদি মানুষকে পর করে দাও তাহলে তো হবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ কর্মীদের মন অনেক বড় হতে হয়। আল্লাহর ওয়াস্তে তোমরা ভিসির বাসার সামনে থেকে সরে যাও। আমি ব্যক্তি না, আমি ছাত্রলীগের সভাপতি। আমার জায়গা এভাবে নষ্ট করো না, এটা আমার অনুরোধ।’

তিনি আরও বলেন, ভিসি আমাদের অভিভাবক। তাদের সাথে আমরা বেয়াদবি করতে পারি না। ছাত্রলীগকে উদারতা দেখাতে হবে তো।

Exit mobile version