Site icon Jamuna Television

খেলার মাঠের দাবিতে নড়াইলে শিক্ষার্থীদের মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষাথী খেলার মাঠের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে।

ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগনের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাজন বাজার প্রদক্ষিণ করে মহাজন-ইসলামপুর সড়ক অবরোধ করে।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব জিত সাহা, জেলা পরিষদের সদস্য হাদিউজ্জামান, মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন কুমার ঘোষ, আরব আলী, জাহিদ হোসেন ফকির, শিক্ষার্থী অর্ঘ ঘোষ, জান্নাতুল ফেরদৌস ইতি প্রমূখ।

বক্তরা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন,খেলাধুলার জন্য বিদ্যালয়ে একটি মাঠের প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, শিক্ষার্থীদের জন্য অনতিবিলম্বে একটি খেলার মাঠের ব্যবস্থা করা হোক।

এ সময় বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version