Site icon Jamuna Television

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলেও হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে প্রগতিশীল ছাত্রজোট।

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে দুপুরে চাকসু কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করেন প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। পরে প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের আলাদা বাসে তুলে দেয়। বাসটি হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় পৌঁছলে দুটি সিএনজি অটোরিক্সাযোগে ছাত্রলীগ নেতাকর্মীরা এসে ফের হামলা চালায় বলে অভিযোগ করা হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে।

Exit mobile version