Site icon Jamuna Television

চাকরি প্রার্থীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

চাকরি প্রার্থীকে যৌন হয়রানির অভিযোগে নোয়াখালীর এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে মাইজদী টাউন হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা অভিযোগ করেন, সাইন্স এন্ড কর্মাস কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন চাকরির ইন্টারভিউর সময় এক তরুণীকে বিভিন্নভাবে যৌন হয়রানি করেন। এ ঘটনায় তরুণী স্কুল কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি জানায়। আফতাব উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version