Site icon Jamuna Television

ফতুল্লায় ২৫ ইট ভাটা মালিককে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ২৫ ভাটা মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গুঁড়িয়ে দেয়া হয়েছে একটি ভাটার স্থাপনা।

দুপুরে ১২টা থেকে তিনটা পর্যন্ত বক্তালীতে এই অভিযান চালায় সংস্থার এনফোর্সমেন্ট উইং।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কালোধোয়া নির্গমন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ নানা কারণে আদর্শ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।এছাড়া অবৈধভাবে ইট তৈরির দায়ে ২৫ ভাটা মালিককে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Exit mobile version