Site icon Jamuna Television

সুনামগঞ্জে তারিফ মিয়া হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০ বছর পূর্বে খুন হওয়া তারিফ মিয়া হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপু‌রে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান ক‌রেন।
দণ্ডপ্রাপ্তরা হল, জগন্নাথপুর উপজেলার খাশিয়া গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে নোয়াব আলী, কাচা মিয়া, ছাতক উপজেলার হায়দাপুর গ্রামের মৃত মান উল্লার ছেলে বাছা মিয়া ও ফটিক মিয়া। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডও দেন আদালত।
আদালত সূ‌ত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলার খাশিলা এলাকার পূর্ব শত্রুতার জের ধরে তারিফ মিয়াকে মধ্যরাতে বসত ঘরে আসামি নোয়াব আলী, কাচা মিয়া, তোরন, হিরন, কাহার, বাছা মিয়া, ও ফটিক মিয়াসহ আরো ২ থেকে ৩ অজ্ঞাতনামা লোকজন দা, লাঠি নিয়ে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় আত্নীয়স্বজনরা তারিফ মিয়াকে হাসপাতালে নেয়ার প‌থে মারা যান। এঘটনায় পরদিন তারিফ মিয়ার স্ত্রী আমেনা বেগম জগন্নাথপুর থানায় এক‌টি হত্যা মামলা করেন।
দীর্ঘ‌দিন যু‌ক্তিতর্ক শে‌ষে আদালত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ে চার আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাদী প‌ক্ষের আইনজীবী সোহেল আহমেদ ছইল মিয়া বলেন, দীর্ঘ ২০ বছর ধরে চলা তারিফ মিয়া হত্যা মামলার রায় হয়েছে। এতে নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।

‌তি‌নি জানান, দণ্ডপ্রাপ্ত কাচা মিয়া ও ফ‌টিক মিয়া পলাতক র‌য়ে‌ছে, অন্য দুই আসা‌মি রায় ঘোষণার সময় আদাল‌তে উপ‌স্থিত ছিল।

Exit mobile version