Site icon Jamuna Television

আজ সন্ত্রাসবিরোধী রাজু দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সাহস আর আদর্শের প্রতীক শহীদ রাজু দিবস আজ। ১৯৯২ সালের এই দিনে ঘাতকের বুলেটে প্রাণ হারান মৃত্তিকা অনুষদের ছাত্র মঈন হোসেন রাজু। দিনটি স্মরণে তাঁর স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

সকাল সাড়ে আটটায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে-রাজু স্মৃতিফলকে ফুল দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এসময় বক্তারা বলেন, রাজু শুধু একটি নাম নয়, রাজু একটি আদর্শ৷ সন্ত্রাসের প্রতিবাদে জীবন উৎসর্গ করেছেন তিনি। প্রশাসন একতরফা ও প্রহসনমূলক ডাকসু নির্বাচন করেছে উল্লেখ করে তারা পুনর্নির্বাচনের দাবি তোলেন।

১৯৯২ সালের এই দিনে ছাত্রলীগ-ছাত্রদলের গোলাগুলির মধ্যে টিএসসি থেকে সন্ত্রাসবিরোধী মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। ওই মিছিলে সন্ত্রাসীর বুলেটে প্রাণ হারান মঈন হোসেন রাজু, যার স্মৃতিতে টিএসসিতে গড়ে উঠেছে রাজু ভাস্কর্য।

Exit mobile version