Site icon Jamuna Television

আগুন খেলা দেখাতে গিয়ে স্কুলছাত্র অগ্নিদগ্ধ

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগুন খেলা দেখাতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্র অগ্নিদগ্ধ হয়েছে। আহত স্কুল ছাত্র শামিম হোসেন বহেরা গ্রামের আনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শামিম হোসেন মুখে পেট্রোল ও আগুন নিয়ে খেলা দেখাতে থাকে। একপর্যায়ে পেট্রোলের আগুন তার গায়ে পড়ে। এসময় পেট্রোলের আগুনে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের চাচাত ভাই মোমিন হোসেন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আগুন খেলা দেখাতে গিয়ে শামিমের গায়ে আগুন লাগলে সে দৌঁড়ে চলে যায়। স্টেজে আগুন লাগায় সেটা নেভানোর চেষ্টা করি। পরে কি হয়েছে আমি জানি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, এবিষয়ে আমি কিছু জানি না। বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান, বিষয়টি অপরাধমূলক। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version