Site icon Jamuna Television

অবশেষে মালয়েশিয়ার আশ্রয়ে জাকির নায়েক

শেষ পর্যন্ত মালয়েশিয়ায় আশ্রয় মিললো বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়কের। তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে নাজিব সরকার। এদিকে ড. জাকির নায়কের বিরুদ্ধে ধর্মীয় বক্তৃতার মাধ্যমে তরুণদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করার অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা।

গতমাসে মালয়েশিয়ার পুত্রজায়ার এক মসজিদে ড. জাকির নায়কে প্রকাশ্য দেখা যায়। এছাড়া জাকির নায়কের সাথে বৈঠকের ছবি ফেসবুকে দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ড. জাকির নায়ককে মালয়েশিয়া আশ্রয় দেয়াকে অনেকেই অভিযোগ করেছেন ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করছেন নাজিব সরকার। সিঙ্গাপুরের রাজারাটনাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বিশ্লেষক রাশিদ আলী বলেন, সরকার যদি জাকির নায়েককে আশ্রয় না দিতো তাহলে সরকার জনগনের চোখে ধর্মীয় বিশ্বাসযোগ্যতা হারাতো। কেননা ড. নায়েক মালয়েশিয়াতে খুব জনপ্রিয় ব্যক্তিত্ব।

এদিকে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি পার্লামেন্টে বলেছেন, জাকির নায়েককে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পক্ষপাতমূলকভাবে দেওয়া হয়নি। তিনি এদেশে বসবাসের সময় কোন আইন ভঙ্গ করেননি। তাই তাকে গ্রেফতারেরও কোন আইনি ভিত্তি নেই। এছাড়া জাকির নায়েককে ফেরত দেয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোন অনুরোধ পায়নি মালয়েশিয়া সরকার।

২০১৬ সালের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তখন থেকেই ড. নায়েক ভারতের বাইরে পলাতক অবস্থায় আছেন। ঢাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালানোর পর তরুণরা সন্ত্রাসী কাজে অনুপ্রাণিত করতে পারে এমন ধারণায় পিস টিভি চ্যানেল বন্ধ করেছে বাংলাদেশ সরকারও।

টিবিজেড/

Exit mobile version