Site icon Jamuna Television

সন্তানের শিক্ষা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করুন: প্রধানমন্ত্রী

সন্তানের শিক্ষা নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তহর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার নামে শিশুদের ওপর বাড়তি চাপ দেয়া যাবে না। সব শিশুর শিক্ষা নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা; আজকের শিশুরাই গড়বে ভবিষ্যতের বাংলাদেশ। তাই, সরকার প্রাইমারি থেকেই শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছে। এসময়, শিক্ষা ক্ষেত্রে নেয়া সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে প্রাথমিক শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

Exit mobile version