Site icon Jamuna Television

পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টের তলব

ঢাকার বায়ু দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় হতাশা ও ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জানতে আগামী ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালক জিয়াউল হককে তলবও করেছেন আদালত।

বুধবার বায়ু দূষণ নিয়ে দায়ের করা এক রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকার বায়ু দূষণের মাত্রা পরিমাপ করে এবং দূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশও দেন আদালত। আদালত বলেন, বায়ু দূষণ রোধে নেওয়া পদক্ষেপ আমাদের হতাশ করেছে। আমরা ক্ষুব্ধ। রিটের শুনানিতে আদালত আরও বলেন, আমাদের সন্তানদের রক্ষা করতে হলে বায়ু দূষণ বন্ধ করতেই হবে।

Exit mobile version