Site icon Jamuna Television

১৭তম দিনের মতো বুড়িগঙ্গার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৭তম দিনের মতো বুড়িগঙ্গার দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডাব্লিউটিএ। আজ অভিযান চালানো হয় সাভারের আমিন বাজারের সল্লা ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়। তুরাগের দু’পাশে গড়ে উঠা তিনটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের প্রায় ৫০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

এবারের উচ্ছেদ অভিযানের মাধ্যমে যাতে স্থায়ীভাবে নদীর জমি উদ্ধার করা হয় সেই পরিকল্পনা করেই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

একই সঙ্গে চলছে নদীর পাশে ওয়াকওয়ে নির্মাণের কাজ। আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত প্রাথমিকভাবে উচ্ছেদের পরিকল্পনা নিয়ে উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর নদীর দুই ধার দিয়ে চলার পথ তৈরি করা হবে।

Exit mobile version