Site icon Jamuna Television

মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণায় এবারও বাধা দেবে চীন

জইশ-ই মুহাম্মদ এর প্রধান মাসুদ আজাহারের ভাগ্য নির্ধারণ করতে চলেছে জাতিসংঘ। আজ বুধবার নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে মাসুদকে জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। অবশ্য তার আগে আরও একবার নিজেদের পুরনো অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিল নিরাপত্তা পরিষদের সদস্য চীন।

গত তিন বছর ধরে চীনের বাধার জন্যই মাসুদকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ভারত চায় তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হোক। এ বিষয়ে আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স- এই তিনটি দেশ আবেদন জমা দেয়ায় তার ওপর শুনানি করছে জাতিসংঘ।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগের মতো এবারও চীন দায়িত্ববোধের পরিচয় দেবে। নিরাপত্তা পরিষদের যে ক’টি সদস্য ভেটো দিতে পারে চীন তার মধ্যে অন্যতম।

চীনের মুখপাত্র জানান, আজাহারের ব্যাপারে আমি বলতে পারি অন্যদের সঙ্গে আলোচনা করে এতদিন যে দায়িত্ববোধসম্পন্ন ভূমিকা চীন পালন করেছে এখনও তাই করবে।

Exit mobile version