Site icon Jamuna Television

আজ টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সাথে থাকবেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমুদিনী কমপ্লেক্স।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। পরে কুমুদিনী হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজসহ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন সেবাধর্মী ইউনিটও পরিদর্শন করবেন তিনি। উদ্বোধন করবেন জেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পও। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version