Site icon Jamuna Television

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে আজও চলছে অনশন

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে আজও চলছে অনশন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ও রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী যোগ দিয়েছেন।

অনিয়মের অভিযোগে সদ্য সমাপ্ত নির্বাচন বাতিল করে আবার ভোটের দাবি জানিয়ে রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। তাদের সাথে আরও বেশ কয়েকটি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা যোগ দিয়েছেন। এছাড়া রোকেয়া হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন ও হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ চার দফা দাবিতে রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন রোকেয়া হলের ৫ শিক্ষার্থী। সকালে তাদের সাথেও আর কয়েকজন শিক্ষার্থী যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলছে।

Exit mobile version