Site icon Jamuna Television

টেস্ট সিরিজ বাতিল, দেশে ফিরছে ক্রিকেটাররা

নিউজিল্যান্ডের ক্রাইশ্টচার্চে জুমার নামাজের সময় মসজিদে অজ্ঞাতনামা বন্দুকধারীর হামলার পর বাতিল করা হলো বাংলাদেশ দলের ৩য় টেস্ট।

এর প্রেক্ষিতে আজ সকালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এ সিরিজ বাতিল ঘোষণা করে।

এর আগে হামলার মুহুর্তে হামলাকারী মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি শুরুর পরই ক্রিকেটারদেরকে মাঠের একটি নিরাপদ কক্ষে সরিয়ে নেয়া হয়।

পুলিশ জানায়, স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে এক বা একাধিক বন্দুকধারী মসজিদ প্রাঙ্গণে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। কিছুক্ষণের মাঝেই সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে ঘেরাও করে রেখেছে পুরো ড্যানজ ইভ এলাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সাধারণের চলাচলের ওপর জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে, কাছেই লিনউড এলাকার অপর মসজিদেও হামলার খবর জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version