Site icon Jamuna Television

যারা ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারবে, শুধু সে দেশেই সফর: বিসিবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বিচলিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ওই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন মাহমুদউল্লাহরা। ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে ছিল তাদের বাস। গোলাগুলির ঘটনা বেশ কাছে থেকেই দেখেছেন তারা।

তবে নিরাপদেই বাস থেকে নেমে হ্যাগলি পার্ক দিয়ে টিম হোটেলে পৌঁছান সব ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন খেলোয়াড়দের সবাই নিরাপদে আছেন।

এখন দেশে ফেরাতে সরকারি পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে জানান নাজমুল। তিনি বলেন, ‘সবশেষ খবর হচ্ছে আমাদের পুরো দলের সবাই নিরাপদে হোটেলে পৌঁছেছে। তারা এখন হোটেলেই আছে। আমি খবর পাওয়ার পরপরই কথা বলি পাইলটের সঙ্গে। তারপর তামিমের সাথে কথা হয় আমার তখনই। আমি মুশফিক-রিয়াদ ওদের সাথেও কথা বলেছি। তারা সবাই এখন হোটেলে আছে এবং নিরাপদ আছে।’

বিসিবি সভাপতি আরও বলেন, এখন থেকে যারা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারবে, শুধু সে দেশেই সফর করবো।

Exit mobile version