Site icon Jamuna Television

আগামীকাল ভোরে দেশের উদ্দেশে রওনা দেবে টাইগাররা

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার পর বাতিল করা হয়েছে সফররত বাংলাদেশের সাথে তাদের তৃতীয় টেস্ট ম্যাচটি। বাংলাদেশ সময় আগামীকাল ভোরেই দেশের উদ্দেশে রওনা দেবে টাইগাররা। এ তথ্য জানিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ড স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলা হয়। এতে কমপক্ষে ৪৯ জন নিহত হন। আহত হন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সেই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মিরাজরা। প্রবেশের মুহূর্তে স্থানীয় এক পথচারী তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়েরা।

পরে টিম বাসে করে হ্যাগলি ওভাল স্টেডিয়ামে অবস্থান নেন। বর্তমানে তারা হোটেলে অবস্থান করছেন। এদিকে সন্ত্রাসী হামলার পর থেকেই টাইগারদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছিলো।

Exit mobile version