Site icon Jamuna Television

এপ্রিলে দেশে ফেরার কথা ছিলো ড. সামাদের

প্রফেসর সামাদের মৃত্যুর খবরে শোক নেমে এসেছে তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে। আজ দুপুরে তাদের মৃত্যুর খবর পৌঁছালে একে একে স্বজনরা ভিড় করেন বাড়িতে। তারা প্রফেসর সামাদকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন।

স্বজনরা জানান, সদা হাস্যোজ্জল ব্যক্তি ছিলেন তিনি। সবার সাথেই ছিল সুসম্পর্ক। বিদেশে থাকলেও সবসময়ই খোঁজ রাখতেন গ্রামের বাড়ির। আগামি মাসে তার দেশে এসে কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল বলেও জানান স্বজনরা।

স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, যেন দ্রুত ড. সামাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

Exit mobile version