Site icon Jamuna Television

আদালতে হামলাকারী ট্যারান্টের ‘মুচকি হাসি’

শনিবার সকালে ক্রাইস্টচার্চের জেলা আদালতে তোলা হয়, মসজিদে চালানো হত্যাযজ্ঞের মূল হোতা ব্রেন্টন ট্যারান্টকে।
হত্যার অভিযোগ এনে ২৮ বছর বয়সী এই অস্ট্রেলীয়কে রিমান্ডে নেয়া হয় আগামী ৫ এপ্রিল পর্যন্ত।

আদালতে হাজির করার সময় ট্যারান্টকে দেখা যায়, সে গণমাধ্যমের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। ছিলো না বিন্দুমাত্র অনুতাপের লক্ষণ। এতোগুলো মানুষকে এমন নির্মমভাবে হত্যার পর রীতিমতো মাথা উচিয়ে আদালতে প্রবেশ করে উপস্থিত সবাইকে হতবাক করে দিয়েছে।

কয়েদীর পোশাকে, হতকড়া পরে খালি পায়ে আদালতে হাজির হওয়া ট্যারান্ট কোন কথা বলেনি। তবে হাতের ইশারায় জানিয়েছে, সব ঠিক আছে। এমন ইশারা শেতাঙ্গ উগ্রবাদীদের মধ্যে প্রচলিত একটি বিষয়।

আদালতে উপস্থিত আল জাজিরার সাংবাদিক জানান, ট্যারান্ট অনেকটা সময় অপলক দৃষ্টিতে চেয়ে থাকে গণমাধ্যম কর্মীদের দিকে। মাঝে মাঝে তাদের দিকে তীর্যক হাসি ছুঁড়ে দেয় সে।

বিচারক ট্যারান্টের ছবি তোলার অনুমতি দেন এই শর্তে যে, গণমাধ্যমে তার চেহারা যেন স্পষ্টভাবে না আসে। আদালত থেকে তার পক্ষে নিয়োগ দেয়া আইনজীবী তার জামিনের কোন আবেদন করেননি।

শুক্রবার জুমার নামাজের সময় রীতিমতো ফেসবুক-ইউটিউবে লাইভ স্ট্রিমিং চালু করে মসজিদে হামলা চালায় ব্রেন্টন ট্যারান্ট। নৃশংসভাবে আড়াইশ রাউন্ড গুলি চালায় নামাজে থাকা মুসলিমদের ওপর।

Exit mobile version