Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় ৫ বাংলাদেশি নিখোঁজ

ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় ২ বাংলাদেশী নিহত হবার খবর নিশ্চিত হলেও, এখনও ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের ভাগ্যে কি ঘটেছে তাও এখন পর্যন্ত পরিস্কার হওয়া যায়নি।

তবে নিউজিল্যান্ডের বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, হামলায় মোট নিহতের সংখ্যা জানা গেলেও প্রবাসী বাংলাদেশী কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে সংখ্যাটা ২ থেকে আরো বাড়তে পারে বলেও শংকা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, সারা রাত অপেক্ষার পর সকালে হাসপাতাল থেকে নিখোঁজদের কোন সন্ধান দিতে পারেনি। এরপর সেখান থেকে নিখোঁজ হওয়া স্বজনদের হ্যাগলি ওভাল কমিউনিটি সেন্টারে পাঠানো হয়, যেখানে দেশটির প্রধানমন্ত্রী এসে আশ্বাস দেন আজকের মধ্যেই জানানো হবে সকল নিখোঁজ ব্যক্তিদের খবর। এর মধ্যে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা নিজ কমিউনিটির নিখোঁজ ৫ জনের তালিকা তৈরি করেন। তারা হলেন ওমর ফারুক, মোয়াজ্জেম, মোজাম্মেল হক, শাওন ও জাকারিয়া।

Exit mobile version