Site icon Jamuna Television

হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে হত্যা মামলায় রিমান্ড দিয়েছেন আদালত। তার মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল।

সে পর্যন্ত হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। আপাতত একটি হত্যা মামলার অভিযোগ গঠন হলেও, পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হবে ২৮ বছর বয়সী ব্রেন্টনের বিরুদ্ধে। সন্দেহভাজন আরও দু’জনকে হাজতে নেয়া হয়েছে।

ব্রেন্টনের কাছে লাইসেন্সকৃত অত্যাধুনিক ৫টি বন্দুক ও একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পর দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দেন তিনি।

শুক্রবার ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে চালানো হামলায় প্রাণ গেছে বাংলাদেশি সহ অন্তত ৪৯ জনের। আহত আরও ৪৮ জন।

Exit mobile version