Site icon Jamuna Television

এশিয়ার দেশগুলোতে বিক্রি শুরু হলো ‘আইফোন টেন’

এশিয়ার দেশগুলোতে শুরু হলো ‘আইফোন টেন’ এর বিক্রি। শুক্রবার জাপান, রাশিয়া, চীন, হংকংসহ এশিয়ার বিভিন্ন দেশে একযোগে বাজারে ছাড়া হয় বহুল প্রতীক্ষিত ফোনটি।

আইফোন টেন সংগ্রহের জন্য সকাল থেকেই ভীড় দেখা যায় অ্যাপল স্টোরগুলোতে। দাম তুলনামূলক বেশি হলেও কমতি দেখা যায়নি আইফোন প্রেমীদের আগ্রহে। ৯৯৯ মার্কিন ডলারের এ ফোনের জন্য গেল ২৭ অক্টোবর থেকে আগাম অর্ডার নিতে শুরু করে অ্যাপল। সেপ্টেম্বরে ঘোষণা দিলেও এশিয়ার বাজারে আইফোন টেন এলো দেড় মাস পর। আইফোন টেনে অ্যাপল প্রথমবারের মতো ব্যবহার করেছে ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে। ৫ দশমিক ৮ ইঞ্চির ফোনটির পুরোটা জুড়েই থাকছে এই স্ক্রিন। টাচ আইডির পরিবর্তে ব্যবহার করা হয়েছে ফেস আইডি প্রযুক্তি। নতুন প্রযুক্তি হিসেবে রয়েছে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা।

টিবিজেড/

Exit mobile version