Site icon Jamuna Television

আদালতকে হাতের মুঠোয় রেখে বিএনপিকে ধ্বংসের চেষ্টা: রিজভী

আইন আদালত হাতের মুঠোয় রেখে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করছে সরকার। এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপার্সন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর আলোচনা ও দোয়ার মাহফিলে এসব কথা বলেন রিজভী। এসময় তিনি বলেন, যতই বাধা বিপত্তি আসুক গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতাকর্মীরা লড়াই করে যাবে। পরে খন্দকার দেলোয়ার হোসেনের রুহু এর মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

Exit mobile version