Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ান সেই সিনেটরের মাথায় ডিম ভাঙলো এক কিশোর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় মুসলিম অভিবাসনকে দায়ী করে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার এক কিশোরের ব্যতিক্রমী হামলার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী এক সিনেটর।

মসজিদে হামলা নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এক তরুণ অস্ট্রেলিয়ার ওই সিনেটরের মাথায় ডিম ভাঙেন। পরবর্তীতে মাথায় ডিমের আঘাত আসার পর ওই তরুণকে ঘুষি মারেন সিনেটর ফ্রাজার। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে থামান এবং তরুণকে আটক করেন।

শুক্রবার এক বিবৃতিতে ফ্রাজার অ্যানিং বলেছিলেন, নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ক্রাইস্টচার্চে হামলায় ৪৯ জনের প্রাণ গেছে। এই হামলা দেশটিতে মুসলিম অভিবাসনের ফল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিনেটর অ্যানিংয়ের মন্তব্যকে ‘মর্মান্তিক’ এবং ‘কুৎসিত’ হিসেবে অভিহিত করে বলেছেন, অস্ট্রেলিয়ায় এ ধরনের চিন্তা-ভাবনার কোনো জায়গা নেই।

Exit mobile version