Site icon Jamuna Television

গণভবনে ডাকসু ও হল সংসদের নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনে পৌঁছেছেন। আজ বিকাল ৩টার পর তারা গণভবনে যান। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে, দুপুর ২টায় ছাত্রলীগ থেকে নির্বাচিতরা মল চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে রওনা দেন। আর ভিপি নুরুলহক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আলাদা গাড়িতে যান। ছাত্রী হলের স্বতন্ত্ররাও আলাদা গাড়িতে গণভবন যান।

এছাড়া, নির্বাচিতদের সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসসহ সংগঠনটির অনেক নেতাকর্মীরা গণভবন যান।

Exit mobile version