Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান নুর

প্রধানমন্ত্রীর মধ্যে নিজের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান সদ্য নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুর। আজ বিকেলে গণভবনে ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য আয়োজিত প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে যেয়ে এমন কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সাথে দেখা হবার পর তার পা ছুয়ে সালাম করে নুর বলেন, ছোট বেলায় আমি আমার মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মাকে খুজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে তার পাশে বসান।

এসময় নূর প্রধানমন্ত্রীর সহযোগীতা নিয়ে ডাকসুতে নিজের দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিয়েও কথা বলেন।

Exit mobile version