Site icon Jamuna Television

ফিরে এসেছেন নিখোঁজ থাকা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

দীর্ঘ দিন ধরে নিখোঁজ থাকা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ফিরে এসেছেন। তার মেয়ে শবনম জামান আজ শনিবার ফেসবুক পোস্টে বাবার ফিরে আসার খবর জানিয়েছেন।

শবনম জামান তার পোস্টে বলেছেন, এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই তার পরিবার।

মারুফ জামান ২০১৭ সালের ৪ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়ে সামিহা জামানকে আনতে ধানমন্ডির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

শবনম জামান ইংরেজিতে তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসেছেন। এই সময়ে যাঁরা আমাদের পাশে ছিলেন তাঁদের প্রতি আমি ও আমার ছোট বোন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সবাইকে অনুরোধ করব যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি তা ভুলে থাকতে আমরা কিছুটা সময় নিজেদের মতো থাকতে চাই। এ বিষয়ে এখন আমাদের বিস্তারিত কিছু বলার নেই।’

Exit mobile version