Site icon Jamuna Television

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি বাড়িঘর।

পুলিশ জানায়, সদর উপজেলার হাটগোপালপুর বাজার দখল ও আধিপত্য নিয়ে পদ্মকর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সাথে বিরোধ চলছিল বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটুর। এরই জের ধরে গত রাতে দফায় দফায় চলে দু’পক্ষের সংঘর্ষ। আহত হয় বেশ কয়েকজন। এসময় বেশ কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পরে পুলিশ-র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version