Site icon Jamuna Television

ইয়েলো ভেস্ট আন্দোলনে আবারও উত্তাল ফ্রান্স

ইয়েলো ভেস্ট আন্দোলনে আবারও উত্তাল হলো ফ্রান্স। শনিবার দেশটির বিভিন্ন শহরে রাজপথে নামে ৩২ হাজারের বেশি বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ১২৯ জনকে।

ঘটেছে ভাঙচুর আর লুটপাটের মতো ঘটনা। রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান আর টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। এসময় একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গেল নভেম্বর থেকে শুরু হয় ইয়েলো ভেস্ট আন্দোলন। যা ধারাবাহিকভাবে রূপ নেয় সরকারি নানা সংস্কারমূলক পদক্ষেপের দাবিতে। পরিস্থিতি সামলাতে জানুয়ারি মাস থেকে জাতীয় পর্যায়ে বিতর্কের উদ্যোগ নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। এ পর্যন্ত বিভিন্ন শহর ও এলাকায় স্থানীয় মেয়র আর বাসিন্দাদের সাথে সাড়ে আট হাজার বৈঠকে অংশ নিয়েছেন তিনি। যদিও এখনও মেলেনি কোনো কার্যকর সমাধান।

Exit mobile version