Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার পাপুয়ায় বন্যায় ৪২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বন্যায় প্রাণ গেছে অন্তত ৪২ জনের। আহত হয়েছে আরও ২১ জন। শনিবার ব্যাপক বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় এসব হতাহতের ঘটনা ঘটে। পানিতে তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর। বৃষ্টি থামলেও জলাবদ্ধতা কমেনি। ফলে এখনও চলছে উদ্ধারকাজ। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বর্ষার মৌসুমে, দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় বৃষ্টি-বন্যা আর ভূমিধসের ঘটনা প্রায় নিয়মিত। চলতি মাসেই জাভা প্রদেশে বন্যায় আশ্রয়হীন হয় অনেকে। এর আগে জানুয়ারিতে সুলাভেসি দ্বীপে বন্যায় প্রাণ যায় অন্তত ৭০ জনের।

Exit mobile version