Site icon Jamuna Television

মসজিদে হামলা নিয়ে যা বললেন অভিনেতা রাসেল ক্রো

শুক্রবার এলোপাতাড়ি গুলিতে ক্রাইস্টচার্চের দুটি মসজিদের অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। আর অস্ট্রেলিয় নাগরিক ব্রেনটন কর্তৃক জন্মভূমি নিউজিল্যান্ডে এমন বর্বরোচিত হামলায় বিস্মিত অস্কারজয়ী ‘গ্ল্যাডিয়েটর’ খ্যাত বিখ্যাত অভিনেতা রাসেল ক্রো। তার জন্ম ওয়েলিংটনে। তবে তিনি বড় হয়েছেন অস্ট্রেলিয়াতেই।

হামলার বিষয়ে জানার পর পরই তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘প্রাথর্নারত ৪০ জন নিহত হলেন। এটা নির্বোধের মতো, নিরর্থক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। আমার হৃদয় কাঁদছে। এ ঘটনা নিউজিল্যান্ডের বাসিন্দা হয়ে মেনে নেওয়ার মতো নয়। নিউজিল্যান্ডবাসী এ ঘটনার অসহ্য ক্ষত বয়ে কয়েক যুগ বয়ে বেড়াবে। কিয়া থায়ো (রুখে দাঁড়াও)’

Exit mobile version