Site icon Jamuna Television

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে কাল ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা

শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে পুনরায় নির্বাচন দেয়ার দাবিতে আগামীকাল সোমবার ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

আজ রোববার দুপুরে প্রগতিশীল ছাত্র জোটের সংবাদ সম্মেলনে লিটন নন্দী বলেন, ডাকসু নির্বাচনে কলংকজনক অধ্যায় রচিত হয়েছে। তাদের ৫টি প্যানেলের দাবি অগ্রাহ্য করে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই বিতর্কিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

তবে প্রশাসন কোন দাবিই আমলে নিচ্ছে না বলে অভিযোগ করা হয় এসময়। ডাকসু নির্বাচনে জয়ী ভিপি নুর গনভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সাংঘর্ষিক বলেও দাবি করেন লিটন নন্দী। একইসাথে নির্বাচিতদের নিয়ে আন্দোলন চলমান রাখার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Exit mobile version