Site icon Jamuna Television

নিখোঁজ জাকারিয়া ভূঁইয়ার মরদেহ শনাক্ত, নিহত বাংলাদেশির সংখ্যা ৫

নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় নিখোঁজ আরও এক বাংলাদেশির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তার জাকারিয়া ভূঁইয়া। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্রাইস্টচার্চে বাংলাদেশের অনারারি কনসাল।

নিহতদের মধ্যে ড. মোহাম্মদ আব্দুস সামাদ এবং হুসনে আরা পারভীনের মৃত্যুর তথ্য প্রথম দিনই পাওয়া গিয়েছিল। পরে তালিকায় যুক্ত হয় মোজাম্মেল হক এবং মোহাম্মদ ওমর ফারুকের নাম।

হামলার পর থেকে নিখোঁজ জাকারিয়া ভূঁইয়ার সন্ধান করছিলেন তার স্বজনরা। রোববার বিকালে তার লাশ শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছেন অনারারি কনসাল।

এদিকে শুক্রবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এদের মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে ১৫ জনের; যার মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া আর মিসরের নাগরিকরা রয়েছেন। আহত ৩৬ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৩ জন, যাদের মধ্যে আছেন দুই বাংলাদেশিও।

Exit mobile version