Site icon Jamuna Television

বাসা থেকে শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজার মরদেহ উদ্ধার

ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার দুপুরে রাজধানীর পল্লবী এলাকার নিজের ভাড়া বাসার দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তার মরদেহ বিছানায় শোয়া অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রাজার শ্যালিকা শিল্পী জানান, তার স্ত্রী অফিসে ছিলেন আর বাচ্চারা স্কুলে ছিলো। রাজা তখন বাসায় ঘুমাচ্ছিলেন। অফিস থেকে ফিরে দেখা যায় তিনি তখনও বিছানায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন শফিউল আলম রাজা। এরপর ২০০২ দৈ‌নিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে দৈনিক অর্থনীতি, যুগান্তরেও কাজ করেছেন। সর্বশেষ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

কুড়িগ্রামে জন্ম নেয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’নামেও পরিচিত ছিলেন। তিনি ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির (ডিআরইউ) এর সাবেক সাংস্কৃ‌তিক সম্পাদক।

Exit mobile version