Site icon Jamuna Television

মেসি-রোনালদোকে নিজের ক্লাবে চান বেকহ্যাম!

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম। এই মুহূর্তে আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবের প্রেসিডেন্ট তিনি। ২০১৮-তে এই ক্লাবের জন্ম হয়। এখনও আমেরিকার মেজর সকার লিগে তারা নামেনি। পরের মওসুমে নামবে। কিন্তু আগামীদিনে নিজের দলকে নিয়ে যে বড়ো স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন বেকহ্যাম। আর সেই তালিকায় রয়েছেন মেসি, রোনাল্ডো। সেই নিয়েই মুখ খুললেন বেকহ্যাম।

তিনি জানান, “সবারই নিজের পছন্দের তালিকা থাকে। যদি আপনি দেখেন তাহলে লিও (মেসি) এবং ক্রিস্টিয়ানো (রোনাল্ডো) এখনও খেলছে। আপনাদের হয়তো মনে হতে পারে ওরা এখন ওদের কেরিয়ারের গোধূলি লগ্নে। কিন্তু আমার মনে হয় না। ওরা যে মানের ফুটবল খেলছে, তাতে এই মুহূর্তে ওদের ক্লাব ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখা যাক। ফুটবলে কখন কী হয় কেউ বলতে পারে না”।

তিনি আরও জানান, “ক্লাব হিসাবে, সংগঠন হিসাবে আমরা খেলোয়াড়দের নিয়ে ভাবছি। আমাদের দলটা খুব ভালো। এখন থেকেই নিজেদের তৈরিতে ব্যস্ত আমরা। খুব তাড়াতাড়ি করতে হবে। সময় মাত্র এক বছর”।

উল্লেখ্য, আমেরিকার মেজর লিগ ফুটবল লিগে ২৫ তম ফ্রাঞ্চাইজি দল হিসাবে মাঠে নামবে মায়ামি ইন্টার। আগামী বছর মার্চ মাসে।

Exit mobile version