Site icon Jamuna Television

দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপের ১১৬ উপজেলা নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার মধ্যরাতে এসব উপজেলায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সামগ্রী। বিধিনিষেধ আরোপ করা হয়েছে যান চলাচলে। নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসারেরর পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। সাধারণ কেন্দ্রে ১৪ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৫-১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

Exit mobile version