নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক জানিয়েছেন কানাডিয়ার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সকালে তিনি টেলিফোনে শোক জানান বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
নিউজিল্যান্ডের মসজিদ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কোনরকম ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন। দুই দেশের প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে বাংলাদেশী সহ নিহত হয় ৫০ জন।

