Site icon Jamuna Television

ইসলামোফেবিয়া ও ঘৃণার কোথাও কোন স্থান নেই: জাস্টিন ট্রুডো

ইসলামোফেবিয়া ও ঘৃণার কোথাও কোন স্থান নেই, এটি একটি বিধ্বংসী প্রভাব।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক এ্যাকাউন্টে এমন মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এঘটনার পর আজ তিনি নিউজিল্যান্ডে নিহত কানাডার নাগরিকদের প্রতি শোক প্রকাশে কানাডার দক্ষিণ নিপেন মুসলিম কমিউনিটি মসজিদ পরিদর্শন ও সেখানে শোকাহত পরিবারগুলোর সাথে কথা বলেন।

একইসাথে তিনি একটি নিরাপদ ও সমন্বিত সমাজ গড়ে তোলা যায় সে ব্যাপারে মুসলিম কমিউনিটির সাথে আলোচনা করেছেন।

এসময় তিনি সেখানকার মুসলিম নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও তাদের থেকে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন।

Exit mobile version